টালিউডের অন্যতম সফল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের খোলামেলা কথা বলতে জুড়ি নেই। রাজনৈতিক মতাদর্শ বা সহকর্মীর পোস্ট নিয়ে সরাসরি মন্তব্য করেন তিনি।
হঠাৎ বৃষ্টি খ্যাত অভিনেত্রী শ্রীলেখার ডেটিংয়ের জন্য কেমন ছেলে পছন্দ সবটাই সোশ্যাল মিডিয়ায় জানালেন। শুধু তাই না সঙ্গে ডেটিং সেশনের এক ঝলক পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়।
পোস্টে ডেটিংয়ের জন্য তার ভারতীয় ছেলে একদম পছন্দ নয় বলে জানিয়েছেন। শ্রীলেখার মতে, ভারতীয় ছেলেদের একদম ডেট করা যায় না। বরং কাজের সঙ্গেই ডেট করতে ভালোবাসেন তিনি।
আর সেই পোস্টটি ভাইরালও হয়েছে।
বলে রাখা ভালো, গতকাল মঙ্গলবার নিজের ছবির ‘বেটার হাফ’ এর মিউজিক রেকর্ডিংয়ের কাজে স্টুডিওতে গিয়েছিলেন সেনসেশনাল অভিনেত্রী শ্রীলেখা। সেখানে এক লাইভে কাজের কথা প্রসঙ্গেই মজা করে ওই মন্তব্য করেন তিনি।