শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ভারতের উদ্দেশ্যে নৌপথে খাদ্যপণ্যের প্রথম চালান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
ভারতের উদ্দেশ্যে নৌপথে খাদ্যপণ্যের প্রথম চালান

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার (১৬ মার্চ) নৌ-প্রটোকলের আওতায় খাদ্যপণ্যের প্রথম চালান যাচ্ছে ভারতে।

নরসিংদীর পলাশে অবস্থিত প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এ পণ্য রওনা হয়ে কলকাতা বন্দরের টিটি শেডে পৌঁছবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাণ গ্রুপের ২৫ হাজার কার্টন লিচি ড্রিংক বোঝাই জাহাজটি নরসিংদীর শীতলক্ষ্যা থেকে যাত্রা শুরু করে নারায়ণগঞ্জ হয়ে খুলনার শেখবাড়িয়া দিয়ে ভারতে প্রবেশ করবে এবং কলকাতার বন্দরে গিয়ে পৌঁছবে। ৭১০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে জাহাজটির গন্তব্যে পৌঁছতে ৮ দিন সময় লাগবে। সড়কপথের চেয়ে নৌপথে পণ্য পরিবহন খরচ ৩০ শতাংশ কম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, বাণিজ্যসচিব ড. মুহাম্মদ জাফর উদ্দিন, নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, প্রাণ গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিআইডব্লিউটি-এর চেয়ারম্যান কমরেড গোলাম সাদেক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English