চীন চাইলে আগের থেকেও আরো বেশি ক্ষতি করতে পারে ভারতীয় সেনাদের। এবার স্পষ্ট ভাষায় এমন হুঁশিয়ারি দিয়ে দিল বেইজিং।
চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, চীন যদি ভারতের সঙ্গে সংঘর্ষে যায়, তাহলে আগের থেকেও বেশি ক্ষতি করে দিতে পারবে ভারতীয় সেনাদের। গ্লোবাল টাইমসের দাবি, চীন নয়, এবারের সংঘর্ষে প্ররোচনা দিয়েছে ভারত।
সোমবারই ফের পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাতের খবর প্রকাশ্যে আসে। জানা গেছে, লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের ভেতর ঢোকার চেষ্টা করেছিল চীনের সেনারা। কিন্তু ভারতীয় সেনাদের তৎপরতায় সেই চেষ্টা ভেস্তে যায়। চীনের সেনাদের বাধা দিলে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষ হয় বলেও জানা গেছে।
এ প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা কর্ণেল আমান আনন্দ জানিয়েছেন, প্যাংগং লেকের দক্ষিণে ঘাঁটি গেড়ে বসেছিল চীনের সেনারা। প্যাংগং হ্রদের জলে তাদের হাই-স্পিড ইন্টারসেপটর বোটও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। এবার দক্ষিণ অংশ দিয়ে ভারতীয় সেনার নিয়ন্ত্রনাধীন এলাকায় ঢুকে পড়ার চেষ্টা করে চিনের বাহিনী। সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।