জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ যোগ দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁকে ধারাবাহিকটিতে ভূতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে দৃশ্য ধারণে অংশ নিয়েছেন তিনি।
তাসনিয়া ফারিণের চরিত্র প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি জানিয়েছেন, ‘তাসনিয়া ফারিণকে ভূতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এর বাইরে এখন কিছু বলা যাবে না; দেখতে হবে এনটিভির পর্দায়। তবে এটা বলতে পারি দর্শক উপভোগ করবেন এমন একটি চরিত্রেই কাজ করছেন ফারিণ।’
নির্মাতা আরও যুক্ত করেছেন, ‘ধারাবাহিকভাবে আমাদের এই ধারাবাহিক নাটকে ছোট পর্দার সব তারকা অভিনয় করবেন। এমন ঘোষণা আগে থেকেই জানিয়ে রেখেছি। সেই ধারাবাহিকতায় সামনে আছে আরও চমক, শুধু অপেক্ষা করতে হবে দর্শককে।’
তাসদিক শাহরিয়ারের চিত্রনাট্যে নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে এনটিভিতে।
ধারাবাহিকটিতে অভিনয় করছেন কচি খন্দকার, মনিরা আক্তার মিঠু, আল মামুন, আফরিন শেখ রাইসা, তানিয়া বৃষ্টি, সৈয়দ জামান শাওন, রুকাইয়া জাহান চমক, সাজ্জাদ হাসান রাজ, মাশরুর ইনান, রকি খান, মিলি বাশার, হারুন রশীদ প্রমুখ।