বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ভোলায় অর্ধবেলা হরতাল ও মানববন্ধন

ভোলা প্রতিনিধিঃ মোঃইলিয়াছ তজুমদ্দিন
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৮৫ জন নিউজটি পড়েছেন
ভোলায় অর্ধবেলা হরতাল ও মানববন্ধন
ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক দেওয়ানের গাড়ী ভাংচুর করার প্রতিবাদে অর্ধবেলা হরতাল, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার মুচিবাড়ী কোনা এলাকায়  দলীয় নেতা কর্মিরা এসব কর্মসুচি পালন করেন।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রবিবার রাতে উপজেলা সেচ্ছাসেবকলীগের ৩ কর্মিকে পূর্ব ঘটনার রেশ ধরে শম্ভুপুরের মুচিবাড়ীর কোনা মারপিট করা হলে এ্যাম্বুলেন্স যোগে এনে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন অন্য রোগী দেখতে এসে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  ফজলুল হক দেওয়ান হাসপাতালে অবস্থান করছিল ওই ঘটনাকে কেন্দ্র করে সেচ্ছাসেবকলীগের কর্মিরা তার ব্যক্তিগত মাইক্রোবাসটি ভাংচুর করে।

ফজলুল হক দেওয়ান বলেন, পূর্ব ঘটনা সম্পর্কে কিছু জানা নেই। হাসপাতাল থেকে বের হয়ে দেখি, আমার ব্যক্তিগত গাড়ীটি ভাংচুর করা হয়েছে।

ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, যারা বিশৃঙ্খলা করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও  আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান,  আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে, অবরোধ তুলে নেয়া হয়েছে। গাড়ি ভাংচুরের ঘটনায় শাহাবুদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English