রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ভ্যাকসিন পাওয়া নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করলেন দোরাইস্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৪২ জন নিউজটি পড়েছেন

বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন সরবরাহ করা নিয়ে আবারও আশ্বস্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী।

আজ মঙ্গলবার বিকেলে এক টুইট বার্তায় তিনি কথা জানান।

এ সময় তিনি করোনার টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালার একটি টুইট নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন।

পুনাওয়ালার টুইটটি দেখার আহ্বান জানিয়ে দোরাইস্বামী তিনি লিখেছেন, ভ্যাকসিন নিয়ে যারা উদ্বিগ্ন, তারা এটি রপ্তানির বিষয়ে সেরামের সিইও’র বক্তব্য দেখুন। বাংলাদেশসহ সব দেশে ভ্যাকসিন রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। আমরা জানি, এ নিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে ভারত বায়োটেক সম্পর্কিত যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে বিবৃতি দেওয়া হবে।

ভারতীয় হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব, সেরাম ইনস্টিটিউট, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়ার টুইটার অ্যাকাউন্ট এবং তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ট্যাগ করেছেন টুইটটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English