সিরিয়ায় একটি গ্যাসের পাইপলাইনে সন্দেহজনক সন্ত্রাসী হামলার পর পুরো দেশ অন্ধকার হয়ে পড়েছে। রবিবার রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার বিদ্যুৎমন্ত্রী জুহায়ের খারবটলি জানান, রবিবার গভীর রাতে দামেস্ক এলাকায় পাইপলাইন বিস্ফোরণের পর পুরো সিরিয়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।
তেলমন্ত্রী আলি গাণেম বলেন, আদরা এবং আল-ধামির এলাকার গ্যাস পাইপলাইনে সন্ত্রাসী হামলা হয়েছে। তবে এই হামলার ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।
রাতের ওই বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি প্রকাশ করেছে সানা।