ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। ঢাকার ৪১টি কেন্দ্রে মর্ডানার টিকা দেয়া হচ্ছে। বাকি সাতটা কেন্দ্রে চলছে ফাইজার বায়ো এনটেকের টিকাদান।
ঢাকা সিটি করপোরেশন এলাকায় চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ গতকাল সোমবারই দেওয়া শেষ হয়েছে। কেবল জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া হচ্ছে সিনোফার্ম।
টিকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, বেশিরভাগ কেন্দ্রে ৪’শ ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে। টিকার জন্য যারা আগে নিবন্ধন করেছেন তাদের পাশাপাশি নতুন যারা নিবন্ধন করেছেন তারাও এসেছেন টিকা দিতে।