এক. আপনি কি তাদের মধ্যে রয়েছেন, অন্যরা যখন পৃথিবীতে আলো ছড়ায় তখন আপনি হুমকি অনুভব করেন? কেউ কেউ মনে করেন আপনি যদি উজ্জ্বল হয়ে থাকেন তবে এটি তাদের কোনো না কোনোভাবে মøান করে দেয় এবং তাদের নিজস্ব সাফল্য খুঁজে পাওয়ার সুযোগ কমিয়ে দেয়। সর্বশক্তিমান সবাইকে সফল হওয়ার সুযোগ দিয়েছেন। আমাদের প্রত্যেককে!
দুই. আপনি যদি কোনো কাহিনীর কেবল কিছু অংশ জানেন তবে সেই গল্পটি বলবেন না। গল্প তৈরি করা বা তা শোভিত করা এক বিশাল পাপ। এর পাশাপাশি একতরফা গল্প বিপজ্জনকও। পুরো বিষয়টি জানার আগে কেবল বোকারাই এর উত্তর দেয়। আপনার জিহ্বাকে গসিপ ফানেল হওয়া থেকে রক্ষা করুন। সর্বশক্তিমানের ক্রোধকে ভয় করুন।