শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দিলীপ ঘোষের প্রচারেও নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৬৪ জন নিউজটি পড়েছেন
এবার বিজেপির দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। নিষেধাজ্ঞা অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার রাত ৮টা পর্যন্ত কোনো ধরণের প্রচারণায় অংশ নিতে পারবেন না তিনি।

কোচবিহারের শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে নির্বাচন কমিশনের এই ঘোষণা শোনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘নববর্ষ মানে তো আসলে ছুটির দিন। এই নিষেধাজ্ঞার মানে কী! ভালোই হয়েছে। উনি মন্ডা মিঠাই খাবেন।’

উল্লেখ্য, গত শনিবার চতুর্থ দফার ভোটগ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয় ৪ জন। এ নিয়ে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠে। পরদিন রোববার বরাহনগরে একটি নির্বাচনী জনসভায় দিলীপ বলেন, ‘ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গেছে। ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। ১৭ তারিখ সকালেও লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেউ লাল চোখ দেখাতে পারবে না। আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচিতে দেখেছেন কী হয়েছে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।’

এ ঘটনায় গত বুধবার ওই বক্তব্যের জন্য দিলীপকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। বুধবার তার জবাবও দেন তিনি। কিন্তু দিলীপের জবাবে সন্তুষ্ট না হয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করল কমিশন।

এর আগে একই রকম ভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় মমতার বিরুদ্ধেও। যার কারণে গত সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কোনো রকম নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেননি তিনি। এর প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির নিচে অবস্থান ধর্মঘটে বসেন মমতা। সেদিন থেকেই দিলীপ ঘোষের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তৃণমূল।

এদিকে বিজেপি’র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকেও নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। শীতলকুচি নিয়ে তিনিও আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English