প্রাণঘাতী করোনা ভাইরাস মস্তিষ্কে সরাসরি আক্রমণ করতে সক্ষম। আর এর কারণে কিছু কিছু রোগী মাথা ব্যাথা, বিভ্রান্তিতে ভুগছেন। এর মধ্যে আবার কিছু রোগী মানসিক বিকারগ্রস্তও হয়েছেন। বুধবার প্রকাশিত একটি গবেষণায় এমনটি বলা হয়েছে।
যদিও গবেষকরা বলছেন যে তাদের গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির ইমিউনোলজিস্ট আকিকো ইওয়াসাকির নেতৃত্বে গবেষণাটি করা হয়। গবেষণায় বলা হয়, মস্তিষ্কেও সংক্রমিত হতে পারে করোনা। আর এতে মস্তিষ্কের কোষের অক্সিজেনের অভাব হয়। তবে করোনা কিভাবে মস্তিষ্কে সংক্রমিত হচ্ছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন গবেষকরা ।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার নিউরোলজি বিভাগের প্রধান এস অ্যান্ড্রু জোসেফসন বলেন, করোনা সরাসরি মস্তিষ্কে আক্রমণ করে কিনা সেটি জানাটা খুব গুরুত্বপূর্ণ। তবে তিনি আরো জানান যে গবেষণাটির পিয়ার রিভিউ হওয়ার আগ পর্যন্ত এ নিয়ে সতর্ক থাকা উচিৎ।