বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

মহানবীর আদর্শ মুসলিমদের মানবিক হতে শিক্ষা দেয়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১৬৬ জন নিউজটি পড়েছেন

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, মহানবী (সা.) এর ক্ষমা-উদারতা, নারী জাতির প্রতি সম্মান, অমুসলিম নাগরিকদের নিরাপত্তা, শান্তি ও যুদ্ধনীতিসহ তার সব আদর্শ মুসলিম উম্মাহকে উদার ও মানবিক হতে শিক্ষা দেয়।

রোববার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‌‘ইসলামে সাম্য ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রিয় নবী (সা.) এর আদর্শ অনুসরণ করে আমরা বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তকে আরো সুসংহত ও ‍সুদৃঢ় করতে পারি। এতে বিশ্ব নবীর উম্মত হিসেবে সারা বিশ্বে আমাদের মর্যাদা উজ্জ্বল হবে এবং অমুসলিম দেশসমূহে সংখ্যালঘু হিসেবে বসবাসরত মুসলিম ভাই-বোনদের জীবনযাত্রা আরো নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্মানজনক হবে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয়নবী (সা.) কে এ পৃথিবীতে পাঠিয়েছেন ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে।

তিনি আরও বলেন, বিশ্বনবী (সা.) তাওহীদের দাওয়াত, ইসলামের আদর্শ প্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তি ও কল্যাণের সুবাতাস বইয়ে দিয়েছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, সাংবাদিক আইয়ুব ভূঁইয়া, বখতিয়ার রানা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English