কক্সবাজারের চকরিয়ার মা-মেয়ে নির্যাতনের ঘটনায় গত মঙ্গলবার ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর অভিযুক্ত হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরানসহ অন্য কোনো আসামি এখনও গ্রেপ্তার হননি। তবে মামলার পর গ্রেপ্তার আতঙ্কে হারবাংয়ের বৃন্দাবনখিল গ্রাম অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। নির্যাতনের শিকার পারভীন বেগম বাদী হয়ে চকরিয়া থানায় মামলাটি করেন।
চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, মূল আসামি হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম (মিরান) মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। তবে পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রেখেছে।
এদিকে নির্যাতনের ওই ঘটনায় কক্সবাজারের জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটির তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হবে বলে কমিটির সদস্য চকরিয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন জানিয়েছেন।