বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

মা হলেন ‘ব্ল্যাক উইডো’ তারকা স্কারলেট জোহানসন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন
মা হলেন ‘ব্ল্যাক উইডো’ তারকা স্কারলেট জোহানসন

তিন বছর ধরে প্রেম করার পর ২০২০ সালের অক্টোবরে গাঁটছড়া বাঁধেন স্কারলেট জোহানসন এবং কলিন জোস্ট। অবশেষে এলো সুখবর। সম্প্রতি পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান।

মার্কিন যুক্তরাষ্ট্র কমেডিয়ান অভিনেতা কলিন জোস্ট সর্বপ্রথম তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর ইন্সটাগ্রামের মাধ্যমে প্রকাশ করেন। ইনস্টাগ্রামে এক নোটে তিনি লেখেন, ‘আমাদের একটা সন্তান হয়েছে। তার নাম কসমো। আমরা তাকে খুব ভালোবাসি।’

সবশেষে তিনি যোগ করেন, ‘গোপনীয়তা ব্যাপকভাবে প্রশংসা করা হবে।’

এর আগে জোস্ট কানেকটিকাটের দ্য রিজফিল্ড প্লেহাউসে স্ট্যান্ড-আপ পারফরম্যান্সের সময় তার স্ত্রীর গর্ভাবস্থার খবর সংক্ষেপে উল্লেখ করেছিলেন।

স্কারলেটের ছয় বছরের একটি মেয়ে রয়েছে। নাম রোজ ডরোথি। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত রোমেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন তিনি। ২০০৮ সালে ডেডপুল স্টার রায়ান রেনল্ডসকেও বিয়ে করেন এই অভিনেত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English