বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

মাকে বেঁধে শিশুকে ধর্ষণ : মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

ফেনীর সোনাগাজীতে ২০০৩ সালে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাতুকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার লাতু ১৮ বছর ধরে পলাতক ছিলেন। সোমবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

২০০৩ সালের ১৩ মে রাতে সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন থেকে মা-মেয়েকে তুলে নিয়ে যান আবুল কাশেম, মো. লাতু, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফারুক। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করেন তারা।

ওই ঘটনায় চলতি বছরের ১৪ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। খালাস পেয়েছেন মোহাম্মদ ফারুক। রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। অন্য আসামিরা ছিলেন পলাতক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English