শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

মাটি খুঁড়ে গুপ্তধন পেল দুই কিশোর

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

মাটি খুঁড়তেই স্বর্ণমুদ্রাভর্তি কলস পেল দুই কিশোর। ইসরায়েলের ইয়াভেন শহরের কাছে পাওয়া এ স্বর্ণমুদ্রাগুলো ছিল দুর্লভ ও প্রাচীন আমলের। প্রায় সাড়ে চারশ স্বর্ণমুদ্রা কলসটিতে ছিল বলে জানা গেছে। প্রত্নতাত্ত্বিকদের মতে এই স্বর্ণমুদ্রাগুলো ইসলামী যুগের হয়ে থাকতে পারে। খবর সিএনএন’র।

ইসরায়েলের অ্যান্টিকস অথরিটি’র দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, মোট ৪২৫টি ‘অত্যন্ত দুর্লভ’ প্রাচীন স্বর্ণমুদ্রা পেয়েছেন তারা। প্রতিটি মুদ্রা খাঁটি সোনা দিয়ে তৈরি। এর মধ্যে অধিকাংশ ১১০০ বছর পুরনো আব্বাসীয় আমলের।

নবম শতাব্দীর শেষ সময়টা ছিল আব্বাসীয় খিলাফতের স্বর্ণযুগ। ওই সময় সাম্রাজ্যের সর্বাধিক বিস্তার ঘটেছিল।

অ্যান্টিকস অথরিটি’র অন্যতম মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানিয়েছেন, উদ্ধার হওয়া স্বর্ণমুদ্রাগুলোতে যে সংকেত বা চিহ্ন দেখা গেছে তা থেকে মনে করা হচ্ছে এগুলো আব্বাসীয় খিলাফতের সময়ের। যদিও এ বিষয়ে আরো গবেষণা এবং বিশ্লেষণের প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English