শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

মাদক ব্যবসায়ীর কাছ থেকে সেনাবাহিনী ইউনিফর্ম উদ্ধার

র‌্যাব-৮, বরিশাল
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৬৫ জন নিউজটি পড়েছেন
মাদক ব্যবসায়ীর কাছ থেকে সেনাবাহিনী ইউনিফর্ম উদ্ধার : র‌্যাব-৮, বরিশাল

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতঃ ব্যবসা পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গত ০৮ মার্চ ২০২১ তারিখ বরিশাল মহানগরীর বিমানবন্দর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে আনুমানিক বিকাল ১৬:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন পূর্ব ক্ষুদ্রকাঠী সাকিনস্থ মোঃ গিয়াস হাওলাদার (৪০), এর বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি গত ০৮ মার্চ ২০২১ তারিখ আনুমানিক ১৮:১৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) মোঃ জাহিদুর রহমান নাইম(৪০), পিতাঃ মৃত বজলুর রশিদ, সাং- লোহালিয়া, থানাঃ বাবুগঞ্জ, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৮৪০ (আটশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, মদক বিক্রয়ের নগদ ১,৪৪০ (এক হাজার চার শত চল্লিশ) টাকা, সেনাবাহিনী ইউনিফর্ম ০১ (এক) সেট, সেনাবাহিনী ইউনিফর্ম এর বেল্ট ও উইংটার কোট উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English