সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

মাদক মামলায় এবার অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

মাদক মামলায় একের পর এক প্রকাশ্যে আসতে শুরু করেছে বলিউড তারকাদের নাম। এবার মাদক মামলায় বলিউড অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি অভিযান চালালো নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ( এনসিবি)।

যদিও এই অভিনেতার বাড়িতে তল্লাশি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি এনসিবির পক্ষ থেকে। এছাড়া অর্জুনের পক্ষ থেকেও পাল্টা কোনও বক্তব্য শোনা যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টায় মুম্বাইয়ের খার, আন্ধেরি ও বান্দ্রায় অর্জুন রামপালের বাড়ি এবং অফিসে তল্লাশি চালান গোয়েন্দারা।

এনসিবি’র সূত্রে জানা গেছে, অর্জুন রামপালের এক গাড়ির চালককে আটক করে নিয়ে গিয়েছে সংস্থাটি। তাকে এনসিবির কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক কারবারে নাম জড়ায় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর। সেই সূত্রেই বলিউডের অভিনেতা-পরিচালক, প্রযোজক বা তার ঘনিষ্ঠদের নামও উঠে আসে মাদক কাণ্ডে।

এর আগে গত মাসে অন্য একটি মাদক মামলায় গ্রেপ্তার করা হয় অর্জুন রামপালের বান্ধবীর গ্যাব্রিয়েলার ভাই অ্যাজিসিওলাসকে। বর্তমানে জামিন পেয়ে মুক্ত রয়েছেন তিনি।

অন্যদিকে মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার ফিল্ম প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। সোমবার ফিরোজের স্ত্রীকে নিয়ে যাওয়া হয় মেডিকেল টেস্টের জন্য।

ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রীকে গ্রেপ্তারের পাশাপাশি তার বাড়িতেও এনসিবি জোর তল্লাশি শুরু করেছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English