রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মানুষকে সচেতন করা ছাড়া করোনা নিয়ন্ত্রণ কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসা ও মানুষকে সচেতন করা ছাড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণ কঠিন কাজ। করোনা ঠেকাতে হলে সবাইকে মাস্ক পরা ছাড়া কোনো উপায় নেই।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন এবং শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ বিশ্বের দুইশ দেশের মধ্যে ২০ নম্বর এবং দক্ষিণ এশিয়ায় ১ নম্বরে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশে এক দিনে করোনায় সাড়ে চার হাজার মানুষ মারা যায়। আর বাংলাদেশে এ পর্যন্ত ১১ মাসে ৮ হাজার মানুষ মারা গেছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, সংবাদ পরিবেশন করা আপনাদের কাজ। সংবাদ পরিবেশন করলে মানুষ ও সরকার সচেতন হয়। তখন সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তবে কিছু কিছু সাংবাদিক আছেন, অতি উৎসাহ হয়ে মিথ্যা সংবাদ তৈরি করে সরকারকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলে দেন। সঠিক সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনার কারণে বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক অবস্থা মাইনাসে চলে গেছে। তবে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে এখনও করোনাভাইরাস চলে যায়নি। এখনও প্রতিদিন ২০-৩০ জন লোক মারা যাচ্ছে। আপনারা মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন।

তিনি বলেন, ‘জানুয়ারির শেষের দিকেই আমরা করোনার ভ্যাকসিন পেয়ে যাব। এ ভ্যাকসিন আগে করোনা নিয়ন্ত্রণে কাজ করা সম্মুখযোদ্ধাদের দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। ভ্যাকসিন প্রয়োগের কিছু ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। কিছু ব্যবস্থা চলমান রয়েছে।’

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ও সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম, পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English