সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

মার্কিন কংগ্রেসের ওপর হামলা ‘বড় লজ্জা’ হলেও বিস্ময়কর নয়: ওবামা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৩৭ জন নিউজটি পড়েছেন

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার জন্য ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবারের এ ঘটনা মার্কিনিদের জন্য বড় অসম্মান ও লজ্জার বলে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকানদের দায়ী করে ওবামা বলেছেন, এটি আমাদের জাতির জন্য বড় অসম্মান ও লজ্জার।

তিনি আরও বলেন, আইনসঙ্গত একটি নির্বাচনের ফলাফলের ব্যাপারে ভিত্তিহীন ভাবে অব্যাহত মিথ্যা বলে চলা ট্রাম্প তার সমর্থকদের এমন ঘটনার ব্যাপারে উৎসাহিত করেন। ফলে এখন আমাদের এমন পরিণতি দেখতে হচ্ছে এবং পরিস্থিতি ক্রমেই চরম অবনতির দিকে যাচ্ছে।

বুধবার (৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস আইনসভা বা ক্যাপিটল ভবনে হামলা চালায় ট্রাম্পপন্থী সমর্থকরা। ক্যাপিটল ভবনের ভিতরে সংঘর্ষে গুলিতে এক নারী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এই ঘটনায় সমালোচনার ঝড় তুলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা।

পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনায় জো বাইডেন বলেন, তাদের তৎপরতা আসলে রাষ্ট্রদ্রোহের শামিল।

তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে বলবো, শপথ গ্রহণের জন্য আপনি এখন জাতীয় টেলিভিশনে যান, সংবিধান রক্ষা করুন এবং এই অবরোধের অবসান দাবি করুন।

জো বাইডেন বলেন, পার্লামেন্ট ভবনে তাণ্ডব, জানালা ভাঙচুর, যুক্তরাষ্ট্রের সিনেটে হামলা, প্রতিনিধি পরিষদে যথাযথভাবে নির্বাচিত কর্মকর্তাদের নিরাপত্তার হুমকি। এগুলো আসলে প্রতিবাদ নয়, এটা একটা বিদ্রোহ।

সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউজ এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ৭০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

আন্দোলনকে উস্কে দেয়ার অভিযোগে ইতোমধ্যে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English