বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত আফগান পাইলটদের হত্যা মিশনে তালেবান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন
তালেবান

কাবুলে বোমা হামলা চালিয়ে মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত আফগান বিমানবাহিনীর এক পাইলটকে হত্যা করেছে তালেবান। হামিদুল্লাহ আজিমি নামের এই পাইলট মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার চালনায় দক্ষ ছিলেন। শনিবার (৭ আগস্ট) এ ঘটনার পর দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এই খুনের আগে অন্তত আরো সাতজন পাইলট তালেবানের হাতে নিহত হয়েছেন।

এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে গত জুলাই মাসে একটি প্রতিবেদনে রয়টার্সই দাবি করেছিল, মার্কিন প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটদের টার্গেট করে হত্যা করছে তালেবান। শনিবার বার্তাসংস্থাটি লিখেছে, তালেবান এমন একটি মিশন নিশ্চিত করেছে যাতে মার্কিনীদের দ্বারা প্রশিক্ষিত আফগান পাইলটদের নির্মূল করা হবে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন এবং আফগান কর্মকর্তারা বিশ্বাস করেন, এটি ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের মার্কিন এবং ন্যাটো প্রশিক্ষিত সামরিক পাইলটদের বাহিনী ধ্বংস করার একটি প্রচেষ্টা, কারণ দেশজুড়ে লড়াই বাড়ছে।

তালেবানদের কোনো বিমানবাহিনী নেই। বিদেশি সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর বিভিন্ন বড় শহর দখল করছে তারা। এই আক্রমণ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আফগান সামরিক পাইলটরা। তাই তাদের টার্গেট করে হামলা চালাচ্ছে তালেবান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English