শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

মাহমুদুল্লাহর জরিমানা

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন
মাহমুদুল্লাহর জরিমানা

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের সুপার লিগ পর্বে দুই ম্যাচে অসদাচরণ করায় জরিমানার কবলে পড়লেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লিগে টানা দুই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করেছেন মাহমুদুল্লাহ। লেভেল ২এর অপরাধ করার পাশাপাশি লিগের আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি।

ম্যাচ রেফারি রাকিবুল হাসান বলেন, ‘মাহমুদুল্লাহ মাঠে যা করেছেন তা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তার শারীরিক ভাষা খারাপ ছিল। আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে।’

গতকাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ার গাজী গ্রুপের লেগ-বিফোর আউটের আবেদনে সাড়া দেননি। এতে হতাশ হন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্ষুদ্ধ হয়ে পাশের উইকেট দু’বার ঘুষি মারেন। আম্পায়ারের সিদ্বান্ত মেনে নিতে পারেননি মাহমুদুল্লাহ। তিনি নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত রেখে বসেছিলেন। আম্পায়ার তাকে খেলা শুরু করতে বলেছিলেন কিন্তু তাতে সাড়া দেননি তিনি। এতে দুই-তিন মিনিট ম্যাচটি বিলম্বিত হয়।

আগের দিন আবাহনীর বিপক্ষে ম্যাচে ১৯ তম ওভারে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর প্রথম বল ওয়াইড দেন আম্পায়ার। এই সিদ্বান্তেও খুশি হতে পারেননি মাহমুদুল্লাহ। বাউন্ডারি লাইন থেকে রেগে আম্পায়ারের দিকে তেড়ে যান তিনি। আম্পায়ারের সাথে অসদাচরণ করতে দেখা যায় তাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English