বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি। শনিবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওইদিন বিকেলে ঢাকা-১৮ আসনের মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকরা রাজধানীর উত্তরায় বিএনপি মহাসচিবের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ও ডিম ছুড়ে মারেন। এ সময় বাসার ভেতরেই ছিলেন তিনি।
এ ঘটনায় বিএনপির হাইকমান্ড উদ্বেগ প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, শনিবার কিছু দুস্কৃতকারী মহাসচিবের বাসায় অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে। চলমান গণতান্ত্রিক আন্দোলনের কারণে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য সরকারের মদদে এ ধরনের হামলা চলেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বৈঠক থেকে।
বৈঠকে সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধ দমনে সরকারের ব্যর্থতারও নিন্দা জানানো হয়।
স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।