সিনেমাটির প্রতিটি পর্ব এতই ব্যবসাসফল যে এক-দুই করে এবার এর সপ্তম কিস্তি নির্মাণ শুরু হয়েছে। যথারীতি এই ছবিতেও নায়কের ভূমিকায় টম ক্রুজ।
জানা গেছে, ছবিটির শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে সেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার অক্সফোর্ডশায়ারে একটি মোটরসাইকেল স্টান্ট করার সময় শুটিং সেটে আগুন লেগে যায় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
গণমাধ্যমটি জানায়, স্টান্টটি ছিল বেশ ঝুঁকিপূর্ণ। শূন্যে মোটরসাইকেল দিয়ে স্টান্ট করার সময় নামতে গিয়ে মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়। এতে পুরো সেটে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভালেও এতে ২২ কোটি টাকার বেশি ক্ষতি হয়ে যায়। কারণ সেটটি আবার তৈরি করতে অনেক অর্থ ব্যয় করতে হবে প্রডিউসারের।
তবে আশার কথা হলো এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার দিন টম ক্রুজ উপস্থিত ছিলেন না। তিনিও নিরাপদেই রয়েছেন।
করোনার হানায় ছবিটির শুটিং বন্ধ রাখা হয়েছিল। গত মাসে শুরু হলেও এই ঘটনায় শুটিং ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ছবিটির। আগামী বছরের ১৯ নভেম্বর ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে ছবির লেখক ও পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারির।