রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

মুক্তির আগেই সুপার হিট ‘বিশ্বসুন্দরী’র গান

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

‘রাতের সব তারা আছে দিনের গভীরে/ বুকের মাঝে মন যেখানে, রাখব তোকে সেখানে/তুই কি আমার হবি রে’-মুক্তি প্রতীক্ষিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের এই গানটি সম্প্রতি দুই কোটির ক্লাবে প্রবেশ করেছে।

চলচ্চিত্রের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি দর্শকরা দেখেছেন দুই কোটি দুই লাখ বারেরও বেশি।

এছাড়াও পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে ৮৭ লাখ বার। সব মিলিয়ে প্রায় দুই কোটি ৯০ লাখ বার দেখা এই গানটি শিগগিরই তিন কোটির ক্লাবে প্রবেশ করবে বলে আশাবাদী গান সংশ্লিষ্টরা।

গত বছরের ৫ ডিসেম্বর অনলাইনে অবমুক্ত হওয়া এ গানটি প্রকাশের প্রায় ১০ মাস পর এই মাইলফলক অর্জন করেছে। কবির বকুলের লেখা, ইমরান মাহমুদুলের সুর ও সঙ্গীতে এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা।

পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত এ গানটির নৃত্য পরিচালনায় ছিলেন সুমন রহমান, চিত্রগ্রহণে খায়ের খন্দকার, সম্পাদনায় ইকবাল কবীর জুয়েল।

পাঁচ দিনে ধারণ করা এ গানের চিত্রধারণ হয়েছে বান্দরবানের নীলগিরি থেকে শুরু করে কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন মনোরম জায়গায়।

সবকিছু ঠিক থাকলে চয়নিকা চৌধুরী পরিচালিত এবং পরী-সিয়াম জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে আগামী ডিসেম্বর মাসে, তেমনটিই জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু।

এ ছবিতে পরীমনি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, খালেদ হোসেন সুজন, সীমান্তসহ অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English