শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

মুক্তির দিনই ইতিহাস গড়ল সুশান্তের ‘দিল বেচারা’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩৫ জন নিউজটি পড়েছেন

শুক্রবার মুক্তি পেয়েছে সদ্য প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিংয়ের রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’।

করোনার কারণে প্রেক্ষাগৃহে মুক্তি মেলেনি ছবিটির। তবে এতে সিনেমার জনপ্রিয়তায় মোটেই ভাটা পড়েনি।

এই করোনাকালেও মুক্তির দিনেই ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল ছবিটি।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘির ছবি ‘দিল বেচারা’। IMDB এই ছবির রেটিং দিয়েছে দশে ৯.৯। অর্থাৎ দশে দশই পেয়েছে সিনেমাটি। এমন রেকর্ড ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম।

শুক্রবার সুশান্তের অভিনয় ও তাকে শেষবার স্ক্রিনে দেখার এক বিষাদময় আনন্দে মেতেছিলেন ভারতীয়রা।মুক্তির ২ ঘণ্টা পরেই দর্শক সংখ্যার চাপে ক্রাশ করে হটস্টার।

টুইট করে এই খবরটি জানিয়ে পরিচালক হান্সাল মেহতা জানান, সাড়ে সাতটা বাজতেই ঝড়ের গতিতে দর্শক সংখ্যা বেড়ে যায় হটস্টারের। আর তার ২ ঘণ্টা পরেই ক্রাশ করে যায় হটস্টার।

আগেই বোঝা গিয়েছিল ছবিটি সিনেপ্রেমীদের হৃদয়ে স্থান করে নেবে। ট্রেলারই রেকর্ড গড়ে।

ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, মুক্তির আগে থেকেই সুশান্তের সহকর্মী,বন্ধু, পরিবার এবং সর্বোপরি ভক্ত-অনুরাগীরা সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন ‘দিল বেচারা’ দেখার জন্য। আর হটস্টারে অবমুক্ত হতেই ঝাঁপিয়ে পড়েন তারা। যে কারণে হটস্টার ক্রাশ করে।

‘দিল বেচারা’ দেখার পর সুশান্তের প্রশংসায় নেট দুনিয়া ভাসাচ্ছেন নেটিজেনরা।

প্রায় সবারই একই বক্তব্য, ভার্সেটাইল অভিনেতার সংজ্ঞা দিতে হলে এরপর থেকে বলিউডপ্রেমীরা অবশ্যই সুশান্ত সিং রাজপুতের নাম নেবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English