বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে পুত্র হত্যায় বাবার বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
মুন্সীগঞ্জে পুত্র হত্যায় বাবার বিরুদ্ধে চার্জশিট দাখিল

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের দোকানে বাবার ছুরিকাঘাতে ছেলে খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আমলি আদালত-৩-এ একমাত্র আসামি বাবা গিয়াসউদ্দিন বেপারীর (৬০) বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করা হয়।

এর আগে সোমবার দিবাগত রাতে নিহতের মা মমতাজ বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে গতকাল বিকেলে পুত্র হত্যায় বাবা গিয়াসউদ্দিনকে আমলী আদালতে-৩ প্রেরণ করা হলে তিনি বিচারকের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি শেষে দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) আবু জায়েদ মো. নাজমুন নুর একমাত্র আসামি বাবা গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ওই আদালতে চার্জশিট দাখিল করেন। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল সোমবার বিকেল ৫টার দিকে জেলার শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রামের নিজের চায়ের দোকানে বাবা গিয়াসউদ্দিনের ছুরিকাঘাতে খুন হন ছেলে মো. রিমন (৩০)। প্রতিদিনের মতো ওই সময় মানসিক ভারসাম্যহীন ছেলে রিমন দোকানের ভেতর প্রবেশ করে বাবার কাছে ১০০ টাকা চায়। টাকা দিতে বিলম্ব হলে দোকানে থাকা লোহার পাইপ দ্বারা বাবাকে মারধর শুরু করে ছেলে রিমন। উপান্তর না দেখে বাবা দোকানে থাকা আদা ও লেবু কাটার ছুরি দ্বারা ছেলের বুকে আঘাত করেন। এতে ছেলে মেঝেতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় বাবা নিজেই ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক ছেলে রিমনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবা গিয়াসউদ্দিনকে গ্রেফতার করে। এছাড়া ঘটনাস্থল থেকে লোহার পাইপ ও ছুরি জব্দ করে। ওই দিন রাতেই নিহতের মা মমতাজ বেগম শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়ে আমলী আদালত-৩ (শ্রীনগর থানা) এ বাবা গিয়াসউদ্দিনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই দিন আসামি গিয়াসউদ্দিন ওই আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীনগর থানা পুলিশ একই উপজেলার পারভীন বেগম হত্যা মামলার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেফতার করে ৭২ ঘণ্টার মধ্যে গেল রোববার আদালতে চার্জশিট দাখিল করে। তবে ছেলে খুনের ঘটনায় বাবার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে চার্জশিট দাখিল করে শ্রীনগর থানা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English