রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

মৃত্যু কমল, বাড়ল শনাক্তের সংখ্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৮৭ জনের। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আজ করোনায় মৃত্যুর সংখ্যা গতকাল সোমবারের তুলনায় কমে অর্ধেক হয়েছে। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়। আর শনাক্তের সংখ্যা ছিল ৩১৬।

দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ২২৯ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ। গতকাল এ হার ছিল ২ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে আটজন মারা গেছেন তাঁদের মধ্যে সাতজনই পুরুষ। বাকি একজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হন। দেশে সংক্রমণ শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দু-এক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। তবে ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। টানা তিন সপ্তাহ ধরে শনাক্তের হার ৫ শতাংশের নিচে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English