সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

‘মেসি-নেইমার-এমবাপ্পেতে অজেয় হয়ে উঠবে পিএসজি’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিতেই যে কয়েকটি ক্লাব তাকে পাওয়ার যুদ্ধে নেমেছিল, সেগুলোর অন্যতম প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে শেষ পর্যন্ত এক মৌসুমের জন্য বার্সায় থেকে গেছেন মেসি। মৌসুম শেষে তার বার্সা ত্যাগ অনেকটাই নিশ্চিত বলে দাবি করছে স্প্যানিশ মিডিয়াগুলো। তখন যদি মেসি প্যারিসে পাড়ি জমান, তাহলে পিএসজিকে ঠেকানো অসম্ভব হয়ে উঠবে বলে মনে করেন ব্রাজিল কিংবদন্তি কাফু। মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজি হয়ে উঠবে অজেয়।

কাফু বলেছেন, ‘এমন হলে দারুণ একটা ব্যাপার হবে। আমি হলে ওদের বিপক্ষে খেলতে চাইতাম না। মেসি, এমবাপ্পে ও নেইমারের বিপক্ষে খেলা ভালো অভিজ্ঞতা হবে না। অবশ্যই এই তিনজন মিলে শক্তিশালী একটা আক্রমণভাগ হবে। আমি ঠিক জানি না যে মেসি পিএসজিতে যাবে কি না। এই গুঞ্জন এখন সব জায়গায় শুনছি। কিন্তু যদি মেসি এমবাপ্পে ও নেইমারের সঙ্গে যোগ দেয়, তাহলে বিশ্বের অনেক ক্লাবের জন্যই প্রচুর সমস্যা হবে। ওরা অবশ্যই বিশ্বের যেকোনো দলকে হারিয়ে দিতে পারবে।’

মেসিকে পাওয়ার লড়াইয়ে ছিল তার গুরু পেপ গার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটি। তবে নেইমার কিছুদিন আগে বলেছেন, আগামী মৌসুমে মেসি আর তিনি নিশ্চিতভাবেই একসঙ্গে খেলবেন। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে অল্পের জন্য অধরা শিরোপাটা জিততে পারেনি পিএসজি। আর মেসি পিএসজিতে গেলে কী হবে তা নিয়ে কাফু আরও বলেন, ‘মেসি একজন কিংবদন্তি ফুটবলার। সে বিশ্বের সবচেয়ে সুন্দরতম ফুটবল খেলে। এরপর নেইমার ও এমবাপ্পের প্রতিভা যদি যোগ হয়, তাহলে এই দল হয়ে উঠবে অজেয়।’

সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নেইমারকে দেখছেন কাফু, ‘আমরা জানি সে চ্যাম্পিয়নস লিগ জিততে চায়। সে নিজেকে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ এনে দেওয়ার সেরা কারিগর হিসেবে দেখতে চায়। অন্যদিকে পিএসজি এমন একটা আবহ তৈরি করেছে যে মনে হবে, যদি চ্যাম্পিয়নস লিগ জেতে, তাহলে সেই অর্জনে নেইমারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মনে করি, পিএসজি এই সুযোগ হাতছাড়া করবে না। তারা এটা জেতার জন্য সবকিছু করবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English