সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

মেসিকে নিয়ে নেইমারের মন্তব্য, পিএসজি বলছে স্বাভাবিক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন
মেসিদের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের

মেসির সঙ্গে আগামী মৌসুম খেলতে চাই- নেইমারের এমন মন্তব্যের পর আর্জেন্টাইন তারকার দলবদল নিয়ে নতুন গুঞ্জন। প্রশ্ন, মেসি কি পিএসজিতে যাচ্ছেন। শেষমেশ সেই আলোচনায় যোগ দিল পিএসজিও। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো বলছেন, মেসিকে নিয়ে নেইমারের মন্তব্যটা স্বাভাবিক। এটা নিয়ে বড় করে ভাবার কিছু নেই।

২০২১ সালের জুনে শেষ হবে মেসি-বার্সা চুক্তির মেয়াদ। এরপর তিনি চাইলেই নতুন ক্লাবে যোগ দিতে পারবেন। এমন সময়ে নেইমারের মন্তব্যটা ট্রান্সফার উইন্ডো খোলার আগেই আলোচনার টেবিলে জায়গা করে নেয়। তবে লিওনার্দোর কথার পর কিছুটা হলেও সেটা দমে যাবে। তার ভাষ্য, ‘আসলে আর্জেন্টিনার সাংবাদিকের কাছে নেইমারের এ রকম বলাটা স্বাভাবিক। সে মেসিকে নিয়ে যা বলেছে, সেটা অস্বাভাবিক কিছু নয়।’

পিএসজি সব দলের খেলোয়াড়দের সম্মান করে। তবে নিজেদের খেলোয়াড় নিয়ে কথা বললে তখন চুপ থেকে পারে না ফরাসি জায়ান্টরা। যেমনটা বললেন পিএসজির এই কর্তা, ‘আমরা সবার জন্যই একরকম, চেষ্টা করি সম্মান দিতে। মেসি বার্সার ফুটবলার। যখন আমাদের খেলোয়াড় নিয়ে কথা ওঠে তখন আসলেই ভালো লাগে না। আর এখন ট্রান্সফার উইন্ডো নিয়ে ভাবার সময় হয়নি।’

পিএসজি এখন লিগ নিয়ে ভাবছে। তাদের নজর চ্যাম্পিয়ন্স লিগে কীভাবে অগ্রগামী হওয়া যায়। লিওনার্দো বললেন তেমনটাই, ‘আমরা এই স্কোয়াড নিয়ে খুশি। আমরা চলমান মৌসুম কীভাবে শেষ করব, সেটা নিয়ে ভাবতে চাই। কীভাবে শেষ ষোলোতে যেতে পারব, সেদিকে আমাদের নজর এখন।’া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English