সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

মেসির মুকুট গেল লেভানদোস্কির মাথায়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

ফিফা বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জয় করেছেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি। গত মৌসুমে বায়ার্নের হয়ে ট্রেবল শিরোপা জয় করেন তিনি। মৌসুমটিতে সব মিলিয়ে ৫৫টি গোল করেন তিনি। চমৎকার পারফরম্যান্সের জন্য জার্মানি ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন তিনি। তাছাড়া উয়েফার সেরা পুরষ্কারও জেতেন লেভানদোস্কি। ফলে তার হাতেই যে ফিফার বেস্ট অ্যাওয়ার্ড যাবে তা জানা ছিল। ফিফাও এ কারণে সব প্রস্তুতি সেরে রেখেছিল। সেরা পুরষ্কারের অন্য দুই নমিনি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো তাদের বাড়িতে থাকলেও লেভানদোস্কি ছিলেন ফিফার নির্ধারিত কোন স্টুডিওতে । আর তাকে সেই স্টুডিওতে গিয়ে পুরষ্কার তুলে দেন ফিফা সভাপতি ইনফানতিনো। আগের বার এই শিরোপা জয় করেছিলেন মেসি। ফলে এবার মেসির মুকুট চলে গেল লেভানদোস্কির মাথায়। তাছাড়া গত এক যুগে লুকা মদ্রিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই পুরষ্কার জিতেছেন লেভানদোস্কি। তার আগে এই পুরষ্কার অদল বদল হয়েছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে।

৩০ বছর পর গত মৌসুমে জার্গেন ক্লপের অধীনে প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুল। আর এই শিরোপা জয়ের জন্য সেরা পুরষ কোচের পুরষ্কার জিতেছেন জার্গেন ক্লপ। গত বারও তিনি সেরা কোচের পুরষ্কার জেতেন। অপরদিকে সেরা নারী কোচের পুরষ্কার জিতেছেন নেদারল্যান্ডসের কোচ সারিনা উইগম্যান।

সেরা গোলের পুরষ্কার পুসকাস ট্রফি জেতেন টটেনহ্যামের সন হুন মিন। ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলের বিপক্ষে নিজের একার চেস্টায় পুরো মাঠ দৌড়ে গোল করেন সন। গোলটি সম্পর্কে বলতে গিয়ে সন হুন বলেন, ‘আমি বলটি আমাদের নিজেদের অর্ধে পেয়েছিলাম। তখন আমার পাস দেয়া উচিত ছিল। কিন্তু আমি কাউকে পাইনি। তাই নিজেই বল নিয়ে দৌড় দেই।’
পুরষদের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতে নেন বায়ার্ন মিউনিখের ম্যানুয়ের ন্যুয়ার। গত মৌসুমে ট্রেবল শিরোপা জয়ের স্বাদ পায় বায়ার্ন মিউনিখ। অতন্দ্র প্রহরীর মত গোলবার পাহাড়া দিয়ে দলকে এমন সাফল্য এনে দিতে বড় ভূমিকা পালন করেন ন্যুয়ার। সেরা গোলরক্ষকের পুরষ্কার জিততে তিনি পেছনে ফেলেন অ্যালিসন বেকার ও জান ওবলাককে। অপরদিকে মেয়েদের সেরা গোলরক্ষকের পুরষ্কার জেতেন সারাহ বুহাড্ডি। ফরাসি ক্লাব লিঁওর কিংবদন্তি এই গোলরক্ষক লিঁওকে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন।
অপরদিকে ফিফা ফেয়ার প্লের অ্যাওয়ার্ড জিতেছেন ইতালির ক্লাব এএসডি ওসপাদেলেত্তির ১৭ বছর বয়সী ফুটবলার মাত্তিয়া আগনেস। একটি ম্যাচ চলাকালীন সময়ে তার প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় মাঠেই জ্ঞান হারিয়ে ফেলে। আর মাত্তিয়া দৌড়ে গিয়ে সেই প্রতিপক্ষ খেলোয়াড়কে সুস্থ করতে সহায়তা করে।

সেরা সমর্থকের পুরষ্কার জিতেছেন ব্রাজিলের মারিভালদো ফ্রান্সিসকো দা সিলভা। তিনি তার প্রিয় দলের খেলা দেখতে প্রত্যেক সপ্তাহে ১২ ঘন্টা বা তার বেশি সময় ধরে হেটে স্টেডিয়ামে যান। কারণ তার বাড়ি থেকে যানবাহনে যাওয়ার কোন সুযোগ নেই। প্রিয় দলের প্রতি এমন টানই তাকে সেরা সমর্থকের পুরষ্কার এনে দিয়েছে।

এদিকে এবার ফিফার পুরুষ একাদশে জায়গা করে নিয়েছেন অ্যালিসন বেকার, আলেক্সান্ডার আরনল্ড, ভার্জিল ভন ডাইক, সার্জিও রামোস, জসুয়া কিমিচ, কেভিন ডি ব্রুইনে, থিয়াগো আলকানতারা, লিওনেল মেসি, রবার্ট লেভানদোস্কি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English