শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

মোদির আমন্ত্রণ বাতিলের দাবি হেফাজতে ইসলামের

অনলাইন সংস্করণ
  • প্রকাশিতঃ সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৩৫ জন নিউজটি পড়েছেন
মোদির আমন্ত্রণ বাতিলের দাবি হেফাজতে ইসলামের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরকার যে আমন্ত্রণ জানিয়েছে, তা বাতিল করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সোমবার ঢাকায় একটি সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি।

লিখিত বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা জুনায়েদ আল হাবিব বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে এমন কাউকে বাংলাদেশে নিয়ে আসা উচিত হবে না, যাকে এদেশের মানুষ চায় না বা যার আগমন এদেশের মানুষকে আহত করবে। কারণ নরেন্দ্র মোদি একজন মুসলিম বিদ্বেষী হিসাবে সারা বিশ্বে পরিচিত।’

তিনি ভারতে ঘটা মুসলিমবিরোধী একাধিক সহিংস ঘটনার জন্য নরেন্দ্র মোদির ভূমিকা রয়েছে বলে দাবি করেন।

এসব কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে মোদি আসুক, সেটা চায় না হেফাজতে ইসলাম।

‘আমরা দেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান দেখিয়ে সরকারের নিকট নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ বাতিলের আহ্বান জানাই,’ বলছেন হেফাজতে ইসলামের এই নেতা।

ঈমানী দায়িত্ব হিসাবে মোদির আগমনের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।

এই সময় তার সাথে মঞ্চে বসে ছিলেন হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী, মামুনুল হকসহ অন্যান্য নেতারা।

তবে তিনি বলেন, হেফাজতে ইসলামের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে রাজপথে কোনো মিছিল বা সরাসরি সঙ্ঘাতমূলক পদক্ষেপ তারা নেবেন না।

আগামী ২৬ মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির। তিনি সর্বশেষ দেশে এসেছিলেন ২০১৫ সালের জুন মাসে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English