রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে ট্রেন কারখানা বানানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিতঃ বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৭ জন নিউজটি পড়েছেন
চাঁপাই থেকে ট্রেনে ৫৯২ টাকায় গরু আসছে ঢাকায়

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বাংলাদেশে ট্রেনের যাত্রীবাহী কোচ ও লোকোমোটিভ (ইঞ্জিন) কারখানা নির্মাণে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন। এছাড়া রেলের ডাবল লাইন নির্মাণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন মন্ত্রী। এজন্য তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশে রেলওয়েতে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র খতিয়ে দেখতে বলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বুধবার রেলভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী এ সময় মার্কিন রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের রেলওয়ের অবকাঠামো সমস্যা তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র থেকে ট্রেনের ৪০টি লোকোমোটিভ (ইঞ্জিন) বাংলাদেশে আনা হচ্ছে।পাঁচ ধাপে এসব দ্রুতগতির ইঞ্জিন আসবে। ইতোমধ্যে প্রথম ধাপে ৮টি ইঞ্জিন দেশে এসে পৌঁছেছে।

এসব ইঞ্জিন চালানোর দক্ষ জনবল তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি বাংলাদেশের রেলওয়েতে কীভাবে যুক্ত করা যায়- যুক্তরাষ্ট্রকে সেটি দেখার আহ্বান জানান রেলমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ঢাকায় মার্কিন দূতাবাসের ইকোনোমিক অফিসার জেফরি ডির্কস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English