যুক্তরাষ্ট্রের দশটি শহরে বড় আকারে বৈষম্যবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেটেল শহরে শনিবার পুলিশের সাথে ব্যাপক সংঘাত হয় বিক্ষোভকারীদের। পুলিশের পিপার স্পের নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর চালায়।
পোর্টল্যান্ডের চলমান আন্দোলনের সমর্থনে আয়োজিত এ বিক্ষোভ থেকে ৪৫ জনকে আটক করা হয়। অন্যদিকে সংঘাতে ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়। এর আগে টেক্সাসে বিক্ষোভের সময় একজন নিহত হয়েছিলেন। রাস্তায় বিক্ষোভকারীদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে সেখান একজনের মৃত্যু হয়।
A large group of United States protesters was marching on Saturday in Seattle in support of Black Lives Matter and against police brutality and racial injustice [Ted S Warren/AP]
অস্টিন ছাড়াও বিক্ষোভ হয় লুইসবেইল, কেনটাকি, আরোরা, কলোরাডু, নিউইয়র্ক, ওমাহা এবং অ্যাকল্যান্ড ও লস এঞ্জেলেসে। পের্টল্যান্ডে ফেডারেল এজেন্ট ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতের ফলে নতুন করে বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। সেখানে স্থানীয় সরকারের আপত্তি থাকা সত্ত্বেও এজেন্ট পাঠায় ট্রাম্প।