সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শপিংমলে আতর্কিত বন্দুক হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩২ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের একটি শপিংমলে এলোপাতাড়ি গুলি চালিয়েছে এক বন্দুকধারী। উইসকনসিন অঙ্গরাজ্যে ঘটনাটি ঘটে। হামলাকারী ব্যক্তি ২০ থেকে ৩০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আট জন। তবে হামলাকারীকে এখনও আটক করা সম্ভব হয়নি।

ওয়াওওয়াতোসা পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, জরুরি কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন বন্দুকধারী সেখানে ছিল না।

বিবৃতিতে তারা জানিয়েছে, আহতদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর বয়সী। তাদের সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের সবশেষ শারীরিক অবস্থা জানা না গেলেও ওয়াওওয়াতোসার মেয়র ডেসিন ম্যাকব্রাইড জানিয়েছেন, তাদের কারও অবস্থা সংকটাপন্ন নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী তাণ্ডব শুরু করতেই শপিংমলের বেশ কয়েকজন কর্মী ভবনের ভেতর আশ্রয় নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English