শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে সশস্ত্র সংঘাত, গৃহযুদ্ধের আশঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪০ জন নিউজটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এতে করে গৃহযুদ্ধের আশঙ্কা করছেন অনেকে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাতকারে এমনটি বলেছেন।

তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে শহুরে সংঘাত হচ্ছে যাদের পেছনে বামপন্থীদের সমর্থন রয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল দেশটির সরকার বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, তারা প্রথম থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের বিরুদ্ধে অনাস্থা পরিবেশ সৃষ্টির চেষ্টা করে এসেছে। ট্রাম্পকে ক্ষমতা থেকে নামানো কিংবা তার সরকারকে দুর্বল করার জন্য সব রকম চেষ্টাই চালিয়েছে।

যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো কর্মকর্তা দেশের অভ্যন্তরে সরকার বিরোধী সংঘাতের কথা স্বীকার করলেন।

মিনিয়াপোলিস অঙ্গরাজ্যে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর প্রায় ৭০ দিন ধরে সরকারের বর্ণবাদ ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে জনগণের বিক্ষোভ চলে আসছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে রাতের বেলায় বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় স্থানীয় কর্মকর্তারা সেখানকার পরিস্থিতিকে বিপদজনক বলে অভিহিত করেছেন। তারা বলেছেন বিদ্রোহ ক্রমেই সর্বত্র ছড়িয়ে পড়ছে।

পরিস্থিতি এমন অবস্থায় দাঁড়িয়েছে যে, মার্কিন অ্যাটর্নি জেনারেলও রাস্তায় রাস্তায় সশস্ত্র হামলা ও সংঘাতের খবর দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় সহিংসতা ও সংঘাত আরো বাড়তে পারে।

কিছুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ডেমোক্রেটরা যদি নির্বাচনে বিজয় লাভ করে তাহলে যুক্তরাষ্ট্রের পতন ঘটবে এবং রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English