শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজে আবেদন গ্রহণ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (CCI) কার্যক্রমের আওতায় কমিউনিটি কলেজে পড়াশোনার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা আমেরিকান একটি কমিউনিটি কলেজে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। যুক্তরাষ্ট্রে এক শিক্ষাবর্ষে থাকার জন্য কোনো একটি কলেজে ভর্তি হতে আবেদন করতে পারবেন বাংলাদেশি শিক্ষার্থীরা।

২০০৭ সাল থেকে ১৫টি দেশের প্রায় ২ হাজার ১৫০ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রজুড়ে স্থানীয় পর্যায়ের বিভিন্ন কলেজে অধ্যয়নের জন্য বৃত্তি পেয়েছেন। কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ কর্মসূচির অধীনে ২০২১-২২ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজগুলোতে ফলিত প্রকৌশল, কৃষি, ব্যবসা ব্যবস্থাপনা ও প্রশাসন, প্রাক্-শৈশব শিক্ষা, তথ্যপ্রযুক্তি, গণমাধ্যম, জননিরাপত্তা এবং পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তি ও ফেসবুক পেজে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী বছরের ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের নেতৃত্বের সামর্থ্য ও ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমেরিকান সংস্কৃতি সম্পর্কে তাঁদের ধারণা এবং বোঝাপড়া আরও স্বচ্ছ ও গভীর করাই এই কর্মসূচির উদ্দেশ্য।

এই কার্যক্রমে সফল হওয়ার জন্য আবেদনকারীর উচ্চ একাগ্রতার পূর্বপ্রমাণ ও অসাধারণ প্রাতিষ্ঠানিক ফল থাকতে হবে এবং উচ্চমাধ্যমিক বা এ লেভেল সম্পন্ন ও আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে কোনো কোর্সে অধ্যয়নরত হতে হবে। অংশগ্রহণকারীরা যদিও তাঁদের নিজ নিজ অধ্যয়ন বিষয়ে প্রাতিষ্ঠানিক সনদ পেতে পারেন এবং নিজ নিজ অধ্যয়ন বিষয়ে শিক্ষানবিশির মাধ্যমে সরাসরি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তবু এটি কোনো ডিগ্রি প্রোগ্রাম নয়। তবে শিক্ষার্থীরা দুই ষাণ্মাসিকের পূর্ণ ক্রেডিট অর্জন করবেন।

সিসিআই কার্যক্রমের আবেদনপত্র.pdf
ডাউনলোড

সিসিআই কার্যক্রমের আবেদনের জন্য যা লাগবে—
*বাংলাদেশের নাগরিক হতে হবে এবং যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক বা স্থায়ী অভিবাসী হবেন না। বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর।
*২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ পাসপোর্ট থাকতে হবে।
*উচ্চমাধ্যমিক/এ লেভেল পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেছেন অথবা বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে ভর্তি আছেন।
*যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার জন্য যোগ্য হবেন এবং এই মর্যাদা বজায় রাখতে এ কার্যক্রমের শর্তাবলি পূরণ করতে হবে।
*ইংরেজি ভাষায় লেখা ও কথা বলায় পারদর্শী হবেন এবং iBT TOEFL স্কোর ৬৫-৭১ অথবা IELTS স্কোর ৬.০ পেতে সক্ষম হবেন। ইতিমধ্যে TOEFL বা IELTS-এর স্কোর থেকে থাকলে সেটি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। মনে রাখতে হবে, আবেদনের আগে ইংরেজি পরীক্ষার স্কোর থাকলে নির্বাচনপ্রক্রিয়ায় সুবিধা পাওয়া যাবে।
*অকৃতকার্য ব্যতীত গড়ে ন্যূনতম বি+ গ্রেড থাকতে হবে।
*আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান ও সমাজে বাংলাদেশি সংস্কৃতিকে সঠিকভাবে তুলে ধরতে আগ্রহী ও সমর্থ হতে হবে।
*কার্যক্রম শেষে বাংলাদেশে ফিরতে এবং জে-ভিসার আবশ্যকতা অনুযায়ী দুই বছর দেশে থাকার শর্ত পূরণে অঙ্গীকারবদ্ধ।
*নেতৃত্বদানের দক্ষতার প্রমাণ থাকতে হবে।
*যুক্তরাষ্ট্রে অধ্যয়ন বা ভ্রমণের অভিজ্ঞতা সীমিত বা নেই।
*নিবিড় শিক্ষা কার্যক্রম, সমাজসেবা এবং শিক্ষা সফরে পুরোপুরি অংশগ্রহণে আগ্রহী ও সক্ষম হবেন।
*ক্যাম্পাস জীবনে স্বচ্ছন্দ হবেন, জায়গা ভাগাভাগি করে থাকার প্রস্তুতি রাখবেন এবং নিজ দেশ থেকে ভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক রীতির সঙ্গে মানিয়ে নিতে আগ্রহী ও সক্ষম হবেন।
*পরিণত, দায়িত্বশীল, স্বনির্ভর, আত্মবিশ্বাসী, মুক্তমনা, সহনশীল, চিন্তাশীল ও অনুসন্ধানী হবেন।
*২০২১ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে এই প্রাতিষ্ঠানিক বিনিময় কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত থাকবেন।
*এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত আবেদনকারীদের স্বাস্থ্য পরীক্ষাও আবশ্যক হবে।

শিক্ষার্থী নির্বাচনপ্রক্রিয়ায় যা অনুসরণ করা হবে—
ধাপ ১.
আবেদনপত্র আগামী ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার বা তার আগে ShahidTX@state.gov ঠিকানায় ই–মেইল করতে হবে। অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দূতাবাসের ঠিকানায় একটি মুদ্রিত বা হার্ড কপি পাঠাতে হবে।

ধাপ ২: সাক্ষাৎকার
সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য আগামী বছরের ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্য পরীক্ষা এবং TOEFL বা IELTS–এর মতো ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষা সম্পন্ন করা আবশ্যক। আমেরিকান সেন্টারের সৌজন্যে ইংরেজি ভাষার পরীক্ষাটি করানো হবে শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য।

আবেদনকারীর জন্য নির্দেশনা—
পূরণ করা মূল আবেদনপত্রের শেষ পাতায় প্রার্থীকে স্বাক্ষরসহ জমা দিতে হবে। ইংরেজি আবেদনপত্রে দেওয়া সব প্রশ্নের উত্তর দিতে (সুনির্দিষ্ট স্থান ব্যতীত) হবে। কোনো ঘর ফাঁকা রাখা যাবে না। কোনো প্রশ্ন আপনার জন্য প্রযোজ্য না হলে N/A (not applicable) প্রবেশ করান। আপনার আন্তর্জাতিক পাসপোর্টে উল্লিখিত বানান অনুযায়ী আপনার আইনসম্মত সম্পূর্ণ নাম বা পারিবারিক নাম (surname) অন্তর্ভুক্ত করতে হবে। যোগাযোগের পূর্ণ ঠিকানার মধ্যে সব ঠিকানার ডায়ালিং কোড এবং সব ফোন নম্বরের সিটি/কান্ট্রি কোড অন্তর্ভুক্ত করতে হবে। আপনার নিজের সেলফোন নম্বর দিন এবং কোনো আত্মীয় বা বন্ধুর সেলফোন নম্বর ব্যবহার করবেন না। আবেদন কম্পিউটারে টাইপ করে ই–মেইলে পাঠান।

আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র/ও লেভেল এবং এ লেভেলের ট্রান্সক্রিপ্ট/গ্রেড শিট/বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট (সর্বশেষটি) সংযুক্ত করতে হবে। সনদের প্রয়োজন নেই। পৃষ্ঠাগুলোর ওপরে রচনার বিষয় ও সংখ্যা উল্লেখ করতে হবে (মোট ৮টি বিষয় আছে)। অতিরিক্ত পৃথক কাগজে সুন্দরভাবে টাইপ করতে হবে।

আবেদন ফরমে নির্দেশিত শব্দসীমা অতিক্রম করা যাবে না। শিক্ষকদের কাছ থেকে নেওয়া ন্যূনতম একটি সুপারিশপত্র সংযুক্ত করতে হবে আবেদনে।

আবেদনকারীর পাসপোর্টের তথ্যপাতার ফটোকপি সংযুক্ত করতে হবে। অন্যান্য পাতা নয়। মনে রাখতে হবে, পাসপোর্ট না থাকলে আবেদনকারীর ইংরেজি ভাষা পরীক্ষার নিবন্ধন করতে পারবেন আমেরিকান সেন্টারে। শেষ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে। পূরণকৃত আবেদনপত্র দূতাবাসে জমা দেওয়ার শেষ তারিখ ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার। মনে রাখবেন, বিলম্বিত আবেদন গ্রহণ করা হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English