সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

‘যুদ্ধ না চাইলেও সার্বভৌমত্ব রক্ষায় সব প্রস্তুতি নেব’

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

যুদ্ধ না চাইলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে বুধবার সকালে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে (বিএনএ) বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান-২০১৮ আলফা এবং ডিইও-২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশটা স্বাধীন। স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে আমরা চলব। আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার সব রকম প্রস্তুতি নেব।

‘আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যেন সব ধরনের উদ্যোগ এবং প্রশিক্ষণ থাকে, সেভাবেই আমরা আমাদের প্রতিটি বাহিনীকে গড়ে তুলছি।”

কক্সবাজারের পেকুয়ায় সাবমেরিন ঘাঁটি হচ্ছে জানিয়ে বিশাল সমুদ্রসম্পদকে যেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা যায় সে লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরকারপ্রধান।

নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

১৯৯৬ সালে খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের যে ডকইয়ার্ড সেটাও, ড্রাই ডকইয়ার্ড, চট্টগ্রামে এবং নারায়ণগঞ্জে, সেটা আমরা নৌবাহিনীর হাতে তুলে দিই। লক্ষ্য হলো– আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজও তৈরি করব এবং যার কাজ ইতিমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English