শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

যে ১০টি দেশে সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ রয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

বিশ্ব রাজনীতিতে জ্বালানি তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ যেসব দেশে জ্বালানি তেলের মজুত বেশি, তারা হয় কোনো দেশের শত্রু অথবা মিত্র। দেখুন কোন ১০টি দেশে তেলের মজুত সবচেয়ে বেশি।

কানাডা
কানাডায় জ্বালানি তেল মজুত রয়েছে ১৭০.৮৬ বিলিয়ন ব্যারেল। দেশটিতে বিশ্বের মোট মজুতের প্রায় সাড়ে দশভাগই আছে দেশটিতে।

লিবিয়া
৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে লিবিয়ায়। এখানে যে সব জ্বালানি তেল রয়েছে তা বিশ্বের মজুতকৃত ক্রুডের প্রায় তিন ভাগ।

রাশিয়া
জ্বালানি তেলে মজুদে এগিয়ে রয়েছে রাশিয়াও। এ দেশটিতে ৮০ বিলিয়ন ব্যারেল মজুদ রয়েছে। যা বিশ্বের মজুতকৃত অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় পাঁচ ভাগ।

সংযুক্ত আরব আমিরাত
জ্বালানি তেলের দেশ হিসেবে আমরা সংযুক্ত আরব আমিরাতকে চিনি। দেশটিতে ৯৭ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। বিশ্বের মোট মজুতের প্রায় ছয় ভাগ জ্বালানি তেল দেশটিতে মজুদ রয়েছে।

কুয়েত
কয়েতে জ্বালানি তেলের মজুদ রয়েছে ১০১.৫০ বিলিয়ন ব্যারেল। বিশ্বের ছয় ভাগের বেশি জ্বালানি তেলের মজুত আছে দেশটিতে।

ইরাক
জ্বালানি তেলের উল্লেখযোগ্য আরেকটি দেশ ইরাক। দেশটিতে ১৪৫ দশমিক ২ বিলিয়ন ব্যারেল মজুদ রয়েছে। বিশ্বের আট দশমিক সাত ভাগের বেশি জ্বালানি তেলের মজুত আছে দেশটিতে।

ইরান
ইরানে রয়েছে ১৫৫ দশমিক ৬০ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ। দেশটিতে বিশ্বে মোট জ্বালানি তেলের মজুতকৃত ক্রুড তেলের সাড়ে নয় ভাগ রয়েছে।

নাইজেরিয়া
নেইজেরিয়ায় ৩৬ দশমিক ৯৭ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। এটি বিশ্বের মোট মজুতের দুই ভাগের বেশি।

সৌদি আরব
সৌদি আরবে মোট জ্বালানি তেলের মজুত ২৬৭ দশমিক ০৩ বিলিয়ন ব্যারেল। দেশটিতে বিশ্বের ক্রুড তেলের ১৬ ভাগ মজুত আছে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে।

ভেনেজুয়েলা
ভেনেজুয়েলা সর্বাধিক জ্বালানি তেলের মজুদ রয়েছে। দেশটিতে ৩০২.৮১ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল রয়েছে। দেশটিতে বিশ্বের ক্রুড তেলের ১৮ ভাগ মজুত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English