শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

রংপুর বিভাগে করোনায় আরো ৮১ জন আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫৯ জন নিউজটি পড়েছেন

রংপুর বিভাগের ৮ জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৮৮ জন এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৪ জনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনা ভাইরাসে নতুন করে ৮১ জন আক্রান্ত হয়েছে। এ সময়ে গাইবান্ধা জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে দিনাজপুরে ১৮, রংপুরে ১৭, গাইবান্ধায় ১৫, ঠাকুরগাঁওয়ে আট, পঞ্চগড়ে সাত, কুড়িগ্রামে সাত, লালমনিরহাটে পাঁচ এবং নীলফামারী জেলায় চারজন করোনায় আক্রান্ত হয়েছে।

আরো পড়ুন : বিতর্কের মুখে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

এ নিয়ে বিভাগের ৮ জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৯৮৮ জনে এবং এই বিভাগের ৮ জেলায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে।

এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৫ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ৬৪২ জনে। এছাড়া রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪২৩ জনসহ মোট ৫০ হাজার ৪৮৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৩ হাজার ২৯১ জন রোগী সুস্থ হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English