করোনায় লকডাউনের সময়ও ঘরেই চরছে বাঙালির প্রাণের বৈশাখের প্রস্তুতি। ভেতরে ভেতরে সবাই তৈরি হচ্ছে নানা আয়োজনে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য।
নানা সমস্যা, যন্ত্রণা সত্ত্বেও বাঙালি ঠিকই বৈশাখের প্রথম প্রহরে বরণ করে নেবে বছরের প্রথম দিনটিকে।
পুরোনোকে বিদায় জানিয়ে সবাই মেতে উঠবে নতুনের আবাহনে। এই উদযাপনে নতুন পোশাক যারা চান তাদের জন্য দেশি ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ করেছে বৈশাখী আয়োজন।
বৈশাখী সংগ্রহে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সিঙ্গেল কামিজ, লং কামিজ, লং স্কাট, টপস, টপস প্লাজো, গাউন।
ছেলেদের পাঞ্জাবি,শার্ট, টি-শার্ট, ফতুয়া, ধূতি, উত্তরীয় এবং ছোটদের শাড়ি, সিঙ্গেল কামিজ, ফ্রক,স্কাট, টপস, পাঞ্জাবি,শার্ট, টি-শার্ট, ফতুয়া ও ধূতি।
রয়েছে কাপল ও ফ্যামিলি ড্রেস। এছাড়া আরও রয়েছে গয়না ও মেয়েদের ব্যাগ। উপহার সামগ্রীতে রয়েছে নানা ডিজাইনের মগ।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে লকডাউন চলছে। বন্ধ রয়েছে সব শপিংমল। আর তাই বৈশাখের নতুন পোশাক অনলাইন থেকেই বেছে নিতে পারেন।