রিয়াল মাদ্রিদে চোট সমস্যা ছিল আগে থেকেই। কিন্তু সম্প্র্রতি নতুন সমস্যার মুখে পড়েছেন কোচ জিনেদিন জিদান। প্রথমে দানি কারভাহাল, এরপর আলভারো অদ্রিওজোলার চোটের কারণে রাইটব্যাক সংকটে পড়েছে দলটি।
গত শুক্রবার হাঁটুর চোটে দুই মাসের জন্যে মাঠের বাইরে চলে যেতে হয় দানি কারভাহালকে। আর অদ্রিওজোলার চোট ততটা গুরুতর না হলেও শোনা যাচ্ছে ফিরতে নিদেনপক্ষে ১০ দিন লেগেই যাবে স্প্যানিশ ডিফেন্ডারের।
ফলে আজ রবিবার লেভান্তের বিপক্ষে ও ১৮ অক্টোবর কাদিজের বিপক্ষে কোনো রাইটব্যাক ছাড়াই মাঠে নামতে হতে পারে রিয়ালকে। চোট সমস্যায় মাঠের বাইরে আছেন দলটির তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড, মিডফিল্ডার টনি ক্রুস। একই কারণে স্কোয়াডে নেই এডার মিলিতাও আর মারিয়ানো ডিয়াজও।