রাজধানীর তিব্বত মোড়ে বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষেরও ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টার এদিকে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ করলে এ ঘটনা ঘটে।
এ সময় গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করে জানান, বেশ কয়েক মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। এই অবস্থায় তারা পরিবার নিয়ে কষ্টে রয়েছে।