রাজধানীর খিলক্ষেত থানার ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় আশিক আব্দুল্লাহ হেলাল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একটি ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বৃহস্পতিবার (৪ মার্চ) ভোর সারে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীমুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর সারে ৫টার দিকে ৩০০ফিট পুলিশ হাউজিংয়ের দক্ষিণ পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিলেন। ওই সময় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। আশিক আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই শামীমুল আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার মাইকখোলা গ্রামে। তার বাবার নাম আব্দুল করিম। তিনি ৩০০ ফিটের একটি আবাসন প্রকল্পের সিকিউরিটি ইনচার্জ ছিলেন তিনি। পরিবারের সদস্যদের নিয়ে সেখানেই থাকতেন। তিনি এক ছেলে সন্তানের জনক ছিলেন।