রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশ।
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের কাছে ২ হাজার ২২৫টি ইয়াবা, আধা কেজি হেরোইন, প্রায় ১০ কেজি গাঁজা ও ১ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তিনি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে বলে ইফতেখারুল ইসলাম জানিয়েছেন।