রাজধানীর জুরাইন রেলগেট থেকে, মিষ্টির দোকান, চেয়ারম্যান বাড়ির মোড় হয়ে ২৪ ফিট পর্যন্ত সড়কে দেখা গেছে মানুষের স্বাভাবিক চলাফেরা। কিছু দোকান খোলা, কিছু দোকানের সাটার অর্ধেক নামানো। কোনো কোনো চায়ের দোকানে ঘা ঘেঁষে বসে জমিয়ে আড্ডা দিচ্ছেন অনেকে। কারো মুখে মাস্ক আছে, কারো নেই, কারো নাকের নিচে নামানো, কারো থুতনির নিচে।
পোস্তখোলা ব্রিজের নিচ থেকে সূত্রাপুর, ডালপট্টি মোড় এলাকায়ও দেখা গেছে একই চিত্র। কোথাও চারজন, পাঁচজন দাঁড়িয়ে কথা বলছেন। গত দুই দিনে বাইরে লোকজন কম দেখা দেখা গেলেও আজ অনেক বেশি দেখা যাচ্ছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার অপরাধে রাজধানীতে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে।