জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন রাজশাহীর চিকিৎসকরা।
রোববার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। স্বাচিপের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখের সভাপতিত্বে বক্তব্য দেন- এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, স্বাচিপের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মাহাবুর রহমান খান প্রমুখ।
বক্তারা জড়িতদের শাস্তির দাবি করেন।