সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

রাতে পর্তুগালের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

রাতে উয়েফা নেশনস লিগের বড় ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। এ ম্যাচ একাদশে ফিরছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সকে সমীহ করেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় পর্তুগিজরা। আরেক ম্যাচে, ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ সুইডেন। ইতিবাচক ফুটবল খেলেই জিততে চায় দু’দল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়।

২০১৬ তে ফ্রান্সকে হারিয়ে প্রথমবার ইউরোর শিরোপা ঘরে তুলেছিল পর্তুগাল। চার বছরেরও বেশি সময় পর, গেলো মাসে প্যারিসে দু’দলের প্রথম ম্যাচটি হয়েছিলো গোলশূন্য ড্র। ফিরতি পর্বে এবার লিসবনে ফ্রান্সকে আতিথ্য দেবে পর্তুগিজরা।

নেশন্স লিগের তিন নম্বর গ্রুপে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিল টপার পর্তুগাল। তবে সমান পয়েন্ট নিয়েও, গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে বিশ্বচ্যাম্পিয়নরা। সময়টা দারুণ যাচ্ছে পর্তুগালের। সবশেষ ৫ ম্যাচের তিনটিতে জয় পেয়ে ফুরফুরে মেজাজে পর্তুগিজ শিবির।

পর্তুগাল শিবিরে ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও ফার্নান্দেজ-সিলভা-ফিলিক্সদের ওপর শতভাগ ভরসা রেখেছেন কোচ সান্তোস।

পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেন, ‘রোনালদো শারীরিকভাবে এখন পুরোপুরি ফিট। সে টিমের সাথে থাকলে, অন্য ফুটবলাররা মানসিকভাবে চাঙ্গা থাকে। আশা করছি এ ম্যাচে দারুণ কিছু হবে। ফ্রান্সকে সমীহ করেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমরা।’

এদিকে, সময়টা হার জিতের দোলাচলে পার করছে ফ্রান্স। সবশেষ ৫ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ১টি হার ফরাসিদের। গেলো ম্যাচে ফিনল্যান্ডের কাছে অপ্রত্যাশিত হারে কিছুটা ব্যাকফুটে দেশমের দল। যদিও হারের আক্ষেপ ভুলে পগবা-গ্রিজম্যান-এমবাপ্পেরা জ্বলে উঠতে প্রস্তুত।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানান, ‘দলে কোনো ইনজুরি নেই। ফুটবলারদের প্রস্তুতি ভালো। এমবাপ্পে-পগবারা সেরাটা দিতে মুখিয়ে আছে। আশা করছি ছক অনুযায়ী পারফর্ম করলে জয় পাওয়া সম্ভব।’

আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ সুইডেন। নেশন্স লিগে ৪ ম্যাচে ৩ হার, ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ক্রোয়েশিয়া। সমান ম্যাচ খেলে এখন অবধি জয়ের মুখ দেখেনি সুইডেন।

লিগের প্রথম দেখায় সুইডিশদের হারায় ক্রোয়েশিয়া। অবশ্য পরের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে যায় ক্রোয়েটরা। এদিকে, পরিসংখ্যান বলছে দু’দলের ৫ বারের মুখোমুখিতে ক্রোয়েশিয়ার চার জয়ের বিপরীতে একটি মাত্র জয় পায় সুইডেন। তারপরও পরিসংখ্যান ভুলে আপাতত মাঠের লড়াইয়ে জিততে চায় দু’দলই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English