শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন রোববার থেকে শুরু হয়েছে। আগামী ১৮ মার্চ পর্যন্ত এই আবেদন করা যাবে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিক আবেদন শুরু হয়েছে আজ থেকে। ৫৫ টাকা ফি দিয়ে প্রাথমিক আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। এর পর চূড়ান্ত আবেদন ২৩ মার্চ শুরু হয়ে ৩১ মার্চ শেষ হবে। চূড়ান্ত আবেদন ফি দিতে হবে ১১ শ’ টাকা।

আগামী ১৪ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে রাবিতে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এর পর ১৫ জুন ‘এ’ ইউনিট ও ১৬ জুন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে।

অধ্যাপক ড. আজিজুর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা চার হাজার ১৯১টি। অতীতে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৮০টি এমসিকিউ প্রশ্নে এক ঘণ্টায় এক শ’ নম্বরের পরীক্ষা হবে। পাঁচটি ভুলে এক নম্বর কাটা যাবে। এ ছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English