রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক পাঁচ পদে নতুন নিয়োগ দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, জনসংযোগ দফতরের প্রশাসক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান, কেন্দীয় গ্রন্থাগারের প্রশাসক রসায়ন বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান, পরিবহন প্রশাসক ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক, তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌসী মহলকে নিয়োগ দিয়েছে প্রশাসন। এছাড়া, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক পদে পুন:নিয়োগ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক সুফী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১ সেপ্টেম্বর থেকে নিয়োগ কার্যকর হবে বলে জানানো হয়।